কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে কোন চাঁদাবাজ সন্ত্রাসের ঠাঁই নাই । কেরানীগঞ্জের কোনো হাট বাজার থেকে কাউকে চাঁদা দিতে হবে না। এখন চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমান উল্লাহ আমান।
তিনি আজ রোববার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা বোর্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে এ কথা বলেব। তিনি বলেন, রাস্তার মাঝে সিলিন্ডার রাখা চলবে না। রাস্তায় যানজট তৈরি করা চলবে না। আজকে যারা নিহত হয়েছে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ১৬ বছর পর ছাত্র জনতার আন্দোলনে নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেন মিনু, সহ-সভাপতি শামীম হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক অলিউল্লাহ সেলিম, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, দাউদ শিকদার,রুহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আবু বক্কর সহ রুহিতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
M/K
Leave a Reply