ডেস্ক নিউজ: কিশোরগঞ্জের ভৈরবে রেস্টুরেন্ট ও কফি হাউজে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪২ জন শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। পরবর্তীতে তাদের অভিভাবকরা এসে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ সেতু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভৈরব সেনাক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরিন।
খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জিল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদী এলাকার ৮টি রেস্টুরেন্টে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। তথ্য ছিল শিক্ষার্থীরা স্কুলকলেজ ফাঁকি দিয়ে এসব রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। রেস্টুরেন্টের প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল। এ সময় অনৈতিক কার্যকলাপরত অবস্থায় রেস্টুরেন্টগুলো থেকে ৪২ জন ছাত্রছাত্রীকে আটক করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এসে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন।
এ বিষয়ে ভৈরব সেনাক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরিন বলেন, আমাদের ছেলে মেয়েরা কখন কোথায় যাচ্ছে তা অভিভাবকদের নজর রাখতে হবে। সেতু এলাকার রেস্টুরেন্টগুলোতে ছাত্র-ছাত্রীদের দেখে আমি মর্মাহত হয়েছি। ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ সবার মুচলেকা গ্রহণ করে তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করেছি।
Leave a Reply