1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, দুপুর থেকে চলবে মেট্রোরেল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: আজ চালু হচ্ছে মেট্রোরেলের ক্ষতিগ্ৰস্ত রাজধানীর কাজীপাড়া স্টেশন। ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চলবে মেট্রোরেল। প্রতিষ্ঠানটি জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এ গণপরিবহন। এছাড়া মেরামত শেষ হওয়ায় আজ থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সপ্তাহের সাত দিন মেট্রোরেল চলাচলের বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজধানীবাসী। এবার সেই দাবির মুখে শুক্রবারেও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এ গণপরিবহন। একইসঙ্গে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের মেরামত কাজ শেষ হয়েছে। স্টেশনটি মেরামতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরেকটু সময় লাগবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews