1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিআরটিএ থেকে ৬ দালাল আটক, প্রত্যেককে কারাদন্ড 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৬ দালালকে আটক করা হয়েছে। বিআরটিএ’র আদালত -০৯ এর  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের আটক করেন।

(২ সেপ্টেম্বর) সোমবার দুপুরে কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ আদালত -০৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দালালদের আটক করেন। আটককৃতরা হলো সবুজ মিয়া (৪২), মোহাম্মদ আলী হোসেন (৪৫),মো: ইয়াকুব আলী (৪২),মোঃ হারুন মিয়া (৩৬),মুহাম্মদ জসিম (৩৪) ও মোঃ রফিকুল ইসলাম কাজল (৩৫)।

এসময় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আটক ছয় দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বিআরটিএ ‘র আদালত -৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার জানান, বিআরটিএ কার্যক্রমে ব্যাঘাত ঘটবে এমন কোন অনৈতিক কাজ মেনে নিব না। আজ ছয় দালালকে হাতে নাতে আটক করেছি। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ১৮৬ ধারায় অপরাধ করায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের হাতে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,

দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছে। ইকুরিয়া বিআরটিএকে দালালমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

#A/H

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews