নিজস্ব সংবাদদাতা (ঢাকা): গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদের রিমান্ডে শেষে বিগত সরকারের শিল্প অভিনয় বিষয়ক উপদেষ্টা সালমান রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং এমটিএনসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে,রিমান্ড শেষে তাদের আজ (বৃহস্পতিবার) সকাল সাতটায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে সকাল আটটায় জেল হাজতে প্রেরণ করা হয়।
তবে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছে, সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে সালমান এফ রহমান ও আনিসুল হককে পুনরায় আরও পাঁচ দিন করে এবং জিয়াউল হককে দুই মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আজ সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণীর ভিআইপি বন্দী হিসেবে তারা কারাগারে ডিভিশন প্রাপ্ত হয়ে বন্দী আছে। তবে জানতে পেরেছি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হকের পুনরায় রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। সে ক্ষেত্রে রিমান্ডের আবেদনের কাগজ নিয়ে সংশ্লিষ্ট থানা থেকে তাদেরকে চেয়ে পাঠানো হলে কারাগার থেকে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
N/T
Leave a Reply