1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

জাতি হিসেবে আমরা এক, কোন বিভক্তি চাইনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি হিসেবে আমরা এক, কোনো বিভক্তি চাই না। বুধবার (২৮ আগস্ট) রাজধানীর লেকশোর গ্রান্ড হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চীফ রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আপনাদের সমালোচনা, পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে। আমরা জাতি হিসেবে এক, কোনো বিভক্তি চাই না। আসুন আমরা শপথ নিই যে, আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব।

তিনি বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশে প্রধানত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই চার ধর্মের লোক বসবাস করে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা সবাই মিলে বাংলাদেশ। এখানে ধর্ম বা দলের ভিত্তিতে বিভক্ত করা চরম অন্যায়। যে জাতি এ ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, তারা দুর্বল জাতিতে পরিণত হন। আমরা মনে করি, যেখানে জাতীয় স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এ জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আর কোনো ধরনের বিভক্তি চাই না।

বিগত সাড়ে ১৫টি বছর জামায়াত তাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারেনি দাবি করে তিনি বলেন, আমাদের কাজের বিষয়গুলোতে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। মিডিয়াগুলোতে আমাদের বক্তব্য পাঠাতে চেষ্টা করেছি। কিন্তু সেখানে যে কারণেই হোক তা প্রকাশ হয়নি। ব্যক্তি বা দল ভুলের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি বলেন, আমাদের ভুল কেউ ধরিয়ে না দিলে, আমরা তো ভুলের উপর প্রতিষ্ঠিত থেকে যাব।

জাতীয় স্বার্থে এক হওয়ার শপথ নেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ জায়গায় আমরা কম্প্রমাইজ করব না। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। আপনাদের কলম মুক্ত ও শাণিত হোক। আপনাদের মুখগুলোও মুক্ত ও স্বাধীন হোক। সবার চিন্তা ও মুখ খোলাসা হোক এবং আমরা যেন নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারি।

দেশ ও জাতি গঠনে জামায়াতে ইসলামীর প্রতি পরামর্শ ও করণীয় বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আজিজ, দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী যুগ্ম সম্পাদক শামীমুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন, ডেইলি স্টারের বিশেষ সংবাদদাতা রাশেদুল হাসানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের ও মোয়াযযম হোসাইন হেলাল। এছাড়াও সভায় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরে আমির এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত ছিলেন।

News c/24

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews