কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ২২লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবুল (৪৬)নামে একজনকে সাধারণ জনতা আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করেছে।
রবিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানার মুজাহিদ নগর এলাকায় ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। ঘটনার শিকার ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানীর এ্যাকাউন্টস ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, চুনকোটিয়া পাকাপুল এলাকায় কোম্পানীর এজেন্ট অফিস থেকে ২২লক্ষ টাকা নিয়ে ওই কোম্পানীর নিজস্ব একটি অটোরিকশা করে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি মুজাহিদ নগর এলাকা বরাবর ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে পেঁৗছালে এসময় পুলিশ লেখা একটি সাদা হাইএস গাড়ি অটোরিকশাটির গতি রোধ করে। এসময় ১১জনের একটি ছিনতাইকারী দল তাদের ম্যানেজার তৌহিদুল ইসলাম এবং চালককে পিস্তল ঠেকিয়ে অটোরিকশায় রাখা লকারের তালা ভেঙে ২২লক্ষ টাকা নিয়ে নেয়। পরে ম্যানেজারের চোখ ও হাত বেধে ঝিলমিল এলাকায় নিয়ে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার পরই ম্যানেজার তার অফিসের অন্যান্য লোকজনকে জানালে তারা এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর টোলঘর এলাকায় ছিনতাইকারীদের গাড়ির গতিরোধ করে বাবুল নামে একজনকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে বেদম প্রহার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপোর্দ করে। তার বাবার নাম আব্দুল লতিফ খান। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুয়াবাড়িয়া গ্রামে। সে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন—অর—রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকীদের আমরা দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছি ।
Leave a Reply