1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে কয়েক কোটি টাকার সম্পদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা মোল্লা বাজার এলাকায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে দ্বিতল ভবন, তিনটি মাহেন্দ্র,একটি ভেকুসহ কয়েক কোটি টাকার সম্পদ।

মঙ্গলবার (১৪ আগস্ট)  সকালে স্থানীয় আলুকান্দা এলাকার আলমগীর, মিলন রব্বানী , নাসির,কোন্ডারচরের অহেদুল , জাজিরার কামাল, বাচ্চু  ডেকরেশনের শাহীনসহ কয়েকশত লোক  ভুক্তভোগী হাজী ইনসানের ছেলে সাইফুল ইসলাম ব্যাবসা প্রতিষ্ঠান ইয়ামিন বাংলা এন্টারপ্রাইজ এ হামলা চালায়। এসময় তারা প্রতিষ্ঠানে থাকা তিনটি গাড়ী, একটি ভেকুতে আগুন দেয়, এবং সেখানে থাকা মূল্যবান মেশিনারিজসহ নগদ টাকা দিয়ে যায়।

এসময় ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা আরও লোক জড়ো করে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বিল্ডিং এ থাকা সকল আসবাপত্রসহ সব কিছু পুড়ে যায়। পরে দুপুর ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব কিছু পুড়ে যায়। হামলার ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হয়।

এব্যাপারে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি কোন দল করিনা। ব্যাক্তিগত আক্রোশের জেরে  শত শত লোক নিয়ে  আলমগীর, রাব্বানী, মিলনরা আমাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আমরা খবর টি জেনেছি। সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিবো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews