ডেস্ক নিউজ: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দী পালিয়ে গেছে। পালানোর সময় নিরাপত্তাকর্মীদের গুলিতেও ৬ বন্দী নিহত হয়েছে।
আজ বুধবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র জেল সুপার বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা চড়াও হয়। বন্দীরা দেয়াল ভেঙে ও টপকে, দেয়ালে সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চায়। একপর্যায়ে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।
Leave a Reply