1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

বেনজীরের গুলশানে ৪ ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নিজস্ব সংবাদদাতা:  সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও র‌্যাংকন আইকন টাওয়ার  রাজধানীর গুলশানে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের চারটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ভাড়ার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

 

আজ সোমবার দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি দল গুলশান-১ এর ১২৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি র‌্যাংকন আইকন টাওয়ারে থাকা বেনজীরের চারটি ফ্ল্যাট বুঝে নেয়।

 

মঞ্জুর মোর্শেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আদালত যেহেতু আমাদের রিসিভার নিয়োগ দিয়েছেন সেই অনুযায়ী, ওই ফ্ল্যাটের সব মালামাল বুঝে নিলাম। ওইসব ফ্ল্যাটে যা যা পাওয়া গেছে সকল জিনিসপত্রের ইভেনটরি করেছি, সেই তালিকা কমিশনে উপস্থাপন করা হবে।’

 

এই ফ্ল্যাট নিয়ে দুদক কী করবে- এমন প্রশ্নের জবাবে দুদকের এ কর্মকর্তা বলেন, ‘রিসিভার নিয়োগ করা হয় জব্দ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা করার জন্য। যদি সেখান থেকে অর্থ আয়ের সুযোগ থাকে তা চালু রাখা এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। আমরা চেষ্টা করব যদি ওইসব ফ্ল্যাট ভাড়া দেওয়া যায় তার ব্যবস্থা করতে এবং সেই অনুযায়ী টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেয়া হবে।’

 

গত ২৭ জুন আদালতের নির্দেশে বেনজীরের এ চার ফ্ল্যাটের রিসিভার হিসেবে দুদককে নিয়োগ দেওয়া হয়।

 

১৯ দশমিক ৭৫ কাঠা জমির ওপর তৈরি ১৫ তলা বিশিষ্ট র‌্যাংকন আইকন টাওয়ারে ২৫টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর দুটি বেজমেন্ট, ৩৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে।

 

অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যেই ২০২৩ সালের ৫ মার্চ একসঙ্গে চারটি ফ্ল্যাট কেনে বেনজীর পরিবার। এর দুটি ২ হাজার ২৪২ বর্গফুটের এবং বাকি দুটি ২ হাজার ৩৫৩ বর্গফুট আয়তনের। এর মধ্যে তিনটি ফ্ল্যাট কেনা হয় বেনজীরের স্ত্রী জীশান মির্জার নামে।অপরটি তার ছোট মেয়ের নামে কেনা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews