খেলা ডেস্ক: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। দলের মূল তারকা হওয়ার পরও ব্যাট কিংবা বলে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন তিনি। সিনিয়র খেলোয়াড়রা ব্যাটে-বলে বাজে সময় পার করলে তাদের ভবিষ্যৎ নিয়েও উঠে প্রশ্ন। সাকিবকেও তেমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় মঙ্গলবার (০২ জুলাই)।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে সাকিব জানান, ক্রিকেট নিয়ে আপাতত দীর্ঘ পরিকল্পনা করছেন না তিনি। তিন মাস, ছয় মাস করে ছোট ছোট মেয়াদে পরিকল্পনা সাজিয়ে এগোতে চান এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’
সাকিব মনে করেন, ক্যারিয়ারের শেষ লগ্নে এসে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা না করাই ভালো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ও রকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। এরপর আবার পরবর্তী পরিকল্পনা। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’
Leave a Reply