নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় যমুনা ও মেঘনা ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী ট্রলারে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এতে একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আগুন লাগার পর তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ঘটনার সময় ট্রলারের ভেতর চারজন শ্রমিক ছিলেন। এদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকি তিনজন নিখোঁজ থাকেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরিত হয়।
মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, এই ট্রলারে করে তেল নিয়ে ভোলার মনপুরায় যাওয়ার কথা ছিল। তবে দুপুরে রান্না করার সময় তেলাবাহী ট্রলারটিতে আগুন লেগে যায়। এতে ট্রলারে থাকা পেট্রোল, ডিজেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। আগুন নেভাতে চেষ্টা করছি। এ ঘটনায় একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম পাওয়া যায়নি।’
Leave a Reply