কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে শাহিল (৮) নামের এক শিশুকে অপহরণ করার ভিডিও বাবার কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। অপহরণ ঘটনায় শিশুর পিতা ফল ব্যাবসায়ী মো: রুবেল থানায় মামলা দায়ের করলে আল—আমিন (২৭) ও নুর ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনেই রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের বাসিন্দা।
মঙ্গলবার(২৫ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন অর রশিদ এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকার সানোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী মোঃ রুবেলের আট বছরের ছেলে শাহিল বাসার নিচ থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে তার মুঠোফোনে ফোন করে এবং অপহরণের পর ছেলেকে হাত—পা বাঁধা অবস্থার একটি ভিডিও তার মোবাইলে পাঠিয়ে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি কাউকে জানালে ছেলেকে মেরে ফেলা হবে এমন হুমকি দেয়ার পর রুবেল কাউকে কিছু না বলে মুক্তি পণ দেয়ার জন্য টাকা যোগাড় করতে থাকে। পরে টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা (মামলা নম্বর ৬২) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করে অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৬ ঘণ্টার মধ্যে আসামি দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে শিশু শাহিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ওসি আরও জানান, অপহরণের সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply