মোঃ রায়হান, কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকার সাধারণ জনগন বন বিভাগে অভিযোগ দাখিলের পরেও কোন সুরাহা না পাওয়ায় অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, স্থানীয় বিট কার্য়ালয়ের সংশ্লিষ্ট কমকর্তা পরিচয়ে তরিকুল ইসলাম নামের বন প্রহরী ও বিটে যারা আছেন তাদের মধ্যে কয়েকজন এই পাহাড় খেকোদের সাথে মাসিক চুক্তিতে তাদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা নেয়। সে বিট কর্মকর্তা পরিচয় দেবার প্রধান কারন হলো, খুরুশকুল বিট অফিসার না থাকায় এই সুযোগটা কাজে লাগিয়ে পাশের বিটের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খুরুশকুলের দায়িত্ব দিলে,ঐ সুযোগটা সে কাজে লাগায় এবং নিজেকে বিট কর্মকর্তা হিসাবে জাহির করে তোলে।
তার ফলে দিন দিন আরও বেপরোয়া হচ্ছে পাহাড় খেকোরা। বন বিভাগের উপর মহলে এবং পরিবেশ অধিদপ্তর বরাবর স্থানীয়ভাবে কয়েকবার অভিযোগ দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেয়নি । রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল এবং খুরুশকুলের বিট কর্মকর্তা পরিচয় দেওয়া বন প্রহরি তরিকুল ইসলাম একই পথের পথিক। বিশেষ রেঞ্জ কর্মকর্তা আশ্রয় প্রশ্রয়ে দিয়ে বেপরোয়াভাবে পাহাড় খেকোদের সাথে জড়িত পরেছে। যার ফলে খুরুশকুলের পাহাড় কাটা দিন রাত সমানতালে চলছে। খুরুশকুলের পাহাড় খেকোদের সাথে হাত মিলিয়ে, অসহায় লেবার শ্রমিকদেরকে মামলা দেওয়ার জন্য পায়তারা চলছে প্রতিনিয়ত। এ যেন শাক দিয়ে মাছ ঢাকা আরকি।
সাধারণ জনগনের একটাই দাবি, খুরুশকুলের পাহাড কাটা বন্ধ করা। দ্রুত পাহাড় কাটা বন্ধ না হলে খুরুশকুলের জনগন মিলে মানববন্ধন ও ডিসি, এসিল্যান্ড, এবং বন ও পরিবেশ মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করবে বলেও জানান।
Leave a Reply