কেরানীগঞ্জ (ঢাকা): ঈদে পার্টি করার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশা চালক শাওন নামে এক কিশোরকে জবাই করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার ঘটনায় কিশোর গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রুপের দলনেতা শাকিল আহমেদ ওরফে হ্যাচকা শাকিল (২০), সজিব (১৯), আলমগীর (২০) ও আনন্দ (২১)। তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই হ্যাচকা টান গ্রুপের সদস্য।
শনিবার(১৫ জুন ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রাজধানীতে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জানান, গত বুধবার রাতে ঈদে পার্টি করার টাকা জোগাড়ের জন্য একটি অটোরিকশা ছিনতাই এর পরিকল্পনা করে শাকিল ও তার সহযোগীরা। পরিকল্পনা অনুযায়ী হ্যাচকা গ্রুপের লিডার শাকিলের নির্দেশে আলমগীর তার বন্ধু ভিকটিম শাওনকে কৌশলে তার অটোরিকশাসহ ঘুরতে যাওয়ার কথা বলে স্বপ্নধারা আবাসিক এলাকার ভেতর নির্জন জায়গায় নিয়ে গেলে,সজিব পিছন থেকে শাওনের মুখ চেপে ধরে। এরপর আলমগীর পা চেপে ধরে মাটিতে শুয়িয়ে ফেলে এবং শাকিল তার হাতে থাকা চাকু দিয়ে প্রথমেই শাওনের গলায় আঘাত করে। পরে আলমগীর ও সজিব চাকুটি নিজেদের হাতে নিয়ে শাওনের শরীরের বিভিন্ন অংশে বুক, পিঠসহ সমস্ত শরীরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। শাকিল পাশে থাকা ইট দিয়ে শাওনের মাথায় আঘাত করে এবং চাকুটি নিজের হাতে নিয়ে তাকে জবাই করে। কিছুক্ষন পর শরীর নিস্তেজ হয়ে গেলে আসামীরা শাওন মারা গেছে মনে করে ভিকটিমের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশে খবর দিলে পুলিশ আহত অবস্থায় শাওনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে তাকে রাজধানীর একটি বেসরকারি একটি হাসপাতালের আইসিইউ—তে স্থানান্তর করা হয়। বর্তমানে শাওনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এ ঘটনায় পরদিন শাওনের বাবা রাম চন্দ্র দাস (৫৭) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে মামলার তদন্ত এদেরকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জবাইয়ের কাজে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply