1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

গরুর নাম জায়েদ খান, যা বললেন নায়ক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক: দেশের বিনোদন অঙ্গনের আলোচিত নাম জায়েদ খান। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার সব বিষয় নিয়েই দর্শকের আগ্রহের শেষ নেই। কিছুদিন পর ঈদুল আজহা। ঈদ কেন্দ্রে করে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। কাজের ফাকে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। এবারের বিষয় ছিল তার নামের সঙ্গে মিল রেখে কুরবানির গরুর নাম দেয়া নিয়ে।

কুরবানির ঈদ কেন্দ্র করে পশু বিক্রির হাটগুলো জমজমাট। হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় বিশ্বের বিভিন্ন তারকাদের নামে। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন জায়েদ খান। সংবাদমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

জায়েদ আরও বলেন, কুরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

বিষয়টি কীভাবে দেখছেন- এই প্রশ্নের জবাবে জায়েদ খান আরও বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কুরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে। কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews