1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

মোদির জোট নেতা নির্বাচন করে ফেলেছে , বিরোধীদের কি খবর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪

অনলাইন ডেস্ক: ভারতে এখন নির্বাচন পরবর্তী হিসাব-নিকাষ চলছে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের পথে হাঁটছে বড় দলগুলো। ইতোমধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বৈঠক থেকে মোদিকেই জোটের নেতা ঘোষণা করা হয়েছে। তবে ক্ষমতাসীন এনডিএ জোট এত দূর এগিয়ে গেলেও হাল ছাড়েনি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারাও এনডিএ জোটের সরকার গঠন ঠেকাতে আলোচনা অব্যাহত রেখেছে। খবর আলজাজিরার।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। ফলে নতুন জোট সরকার গঠনে এই দুই দলের ওপর নির্ভর করছে অন্য বড় দল দুটি।

অন্য বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট সরকার গঠনের তোড়জোড় চলছে। এবারের নির্বাচন পরবর্তী হিসাব-নিকাষে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাদের দুজনের সমর্থন পেলেই সরকারে আসতে পারবে বিজেপির এনডিএ জোট কিংবা কংগ্রেসের ইন্ডিয়া জোট। ইতোমধ্যে দুই নেতাকে জোটে ভিড়াতে চেষ্টা-তদবির শুরু করে দিয়েছে বড় দল দুটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (৫ জুন) বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বৈঠক শেষ হওয়ায় আজ রাতেই নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা আসতে পারে।

আজকের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুসহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।

এনডিএ জোটের সংসদ সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা বৈঠক শেষে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সবাই তাদের নিজ নিজ মতামত তুলে ধরেছেন। তৃতীয়বারের মতো এনডিএকে ম্যান্ডেট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, শিগগিরই নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হবে। এ ছাড়া দ্রুতই সব এমপি একটি বৈঠকে মিলিত হবেন।

এ ছাড়া বৈঠক শেষে এক এক্সবার্তায় বিজেপি জানায়, নয়াদিল্লিতে বিজেপির নেতৃত্বাধীন জোটের বৈঠকে মোদিকে সর্বসম্মতভাবে এনডিএ জোটের নেতা নির্বাচিত করা হয়েছে।

এদিকে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খার্গের নয়াদিল্লির বাসভবনে বৈঠকে বসেছেন ইন্ডিয়া জোটের নেতারা। বিজেপির এনডিএ জোটের সরকার গঠন কীভাবে ঠেকানো যায়, সেটা নিয়েই তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আজকের আলোচনায় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, ভারত-শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আম আদমি পার্টির সঞ্জয় সিংসহ আরও প্রায় দুই ডজন দলের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews