নিজস্ব সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জে মো. জরিপ মিয়া ওরফে কালা জরিপ(৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে ইকুরিয়া খালপাড় এলাকা থেকে তার সহযোগী মো. সুমনসহ তাকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
চাঁদাবাজি, ভূমি দখল, মাদক, মারামারি, ধর্ষণ ও হত্যাসহ নানান অপরাধে কালা জরিপের নামে দুই ডজনের বেশি মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মামলা বর্তমানে বিচারাধীন আছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন শুভাঢ্যা ইকুরিয়া এলাকায় একটি গ্যারেজে চাঁদার দাবি করছিল শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ। রবিবার সে ও তার দলবল ওই গ্যারেজে হামলা চালায়। এসময় ৫০ হাজার টাকা চাঁদা আদায় এবং গ্যারেজে হামলায় একলাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী কালা জরিপ ও সুমনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ বলছে, দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় বহুবছর ধরে ডিস ব্যবসা করে আসছিলেন মো. জরিপ মিয়া ওরফে কালা জরিপ। পাশাপাশি গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী। একসময় কেরানীগঞ্জ এলাকায় জমির দালালি করতেন জরিপ। ডিস ব্যবসার আড়ালে তার সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, মাদকের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। দখলদারত্বের মাধ্যমে হাসনাবাদ এলাকায় জমি দখল করে সেখানে নির্মাণ করে হাসনাবাদ সুপার মার্কেট। আর সেই সুপার মার্কেটের একটি কক্ষকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন কালা জরিপ।
গতবছরের জানুয়ারিতে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ সুপার মার্কেটে অভিযান চালিয়ে কুখ্যাত এই সন্ত্রাসী ও মাদক সম্রাট কালা জরিপ এবং তার তিন সহযোগী আনিসুর রহমান, জাহিদ ওরফে বাবু ও ঝুমুর আক্তারকে গ্রেপ্তার করে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে কালা জরিপ কেরাণীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর হোতা। তার নেতৃত্বে কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়।
তাদের কাজে কেউ বাধা দিলে জরিপ ও তার সহযোগীরা তাদের ধরে হাসনাবাদ সুপার মার্কেটে টর্চার সেলে নিয়ে নির্যাতন চালাতো। এছাড়াও বিভিন্ন প্রকার হুমকিও দিতো।
Leave a Reply