1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় টানা চতুর্থ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব (কাপ পিরিচ)।

সর্বমোট ২২৫ টি কেন্দ্রের ফলাফলের মধ্যে শাহীন আহমেদ এর আনারস প্রতীক ১লাখ ৬৬হাজার ৮শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ পিরিচ প্রতীক পেয়েছে ৬০ হাজার ২শ ৯৩ ভোট।

এর আগে শাহীন আহমেদ ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে সালাউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ঢাকা জেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার জয়ী হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews