1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

কেরানীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ যৌতুকের দাবীতে সাবিনা (২৩) নামের এক গৃহবধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে পাষণ্ড স্বামী হাসান (৩৫)। সে পেশায় একজন অটোরিকশা চালক । ঘটনার পর হাসানকে এলাকাবাসী আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে।

 

বুধবার সকাল দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

গৃহবধূর মা আমেনা বেগম অভিযোগ করে জানান, মুন্সিগঞ্জের লৌহজং থানার শিমুলিয়া গ্রামের হাসানের সাথে তার মেয়ের চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। মেয়ের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী হাসান অটো রিকশা কেনার জন্য আমাদের কাছ থেকে প্রায়ই আমার মেয়েকে টাকা নেয়ার জন্য চাপ দিত। গত কয়েকদিন আগে এ নিয়ে ঝগড়াঝাটি হলে মেয়ে রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। আজ(বুধবার) সকালে হাসান আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বাসায় হাসানের বোনের ঘরে নিয়ে মারধর এবং বটি দিয়ে উপুর্যপুরি কোপাতে থাকে। আমার মেয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি মেয়ে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে ঝুলে গেছে । আমাকে দেখে হাসান দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় স্থানীয়রা স্বামী ও তার বোনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত গৃহবধূকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত হয়ে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews