1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

বিএনপি এখন নিধিরাম সরদারের দল: পরশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার বলে বিএনপিকে আখ্যায়িত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলার উদ্যোগে গরিব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পরশ বলেন, শক্তি নাই সমর্থ্য নাই, শুধু বড় বড় কথা, বিএনপি হল সেই নিধিরাম সরদারদের দল।

তিনি আরও বলেন, আজ বিএনপি সাধারণ মানুষের পাশে না থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার পার্টি করে বেড়াচ্ছে। তাদের গরিব অসহায়দের নিয়ে কোন মাথা ব্যথা নেই। কিন্তু আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী ইফতার পার্টি বাদ দিয়ে গরীব ও অসহায়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।  বিএনপির সাথে রাজনৈতিক আদর্শের আমাদের এখানেই পার্থক্য।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ ছিল যুদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা, বাংলাদেশকে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের সব দিক দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।

পরশ বলেন, মুক্তবাজার অর্থনীতির যুগে ভারতীয় পন্য বর্জন আন্দোলন উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়াশীল চিন্তা-ভাবনার প্রতিচ্ছবি। এসব প্রতিক্রিয়া আসলে বিএনপির একটা চালাকির অংশ। সরকারকে ব্যর্থ প্রমানের পরিকল্পিত নীল নকশার অংশ। বাংলাদেশ ভালো ট্রাকে চলছে এটা তাদের পছন্দ না। নতুন প্রজন্মকে বলি এসব অপপ্রচার ও দুরভিসন্ধি সম্পন্ন আন্দোলনকে প্রতিহত করতে।

অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলার যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, সাধারণ সম্পাদক ডা: সেলিম, প্রচার সম্পাদক শাহীন আলম প্রমূখ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews