1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে ২৬ টি চোরাই মোবাইলসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩ লক্ষ ১১ হাজার টাকা মূল্যোমানের ২৬ টি চোরাই স্মার্ট মোবাইল ফোন জব্দ ও ২ জনকে আটক করেছে পুলিশ। ২ জনকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে অপর একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো: মিনারা বেগম ওরফের রিনা বেগম ওরফে মিনা (২৮) ও মোহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়া মোবাইল চুরিতে সম্পৃক্ত শাহাবুদ্দিন (২৮) নামের ওপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার পুলিশ ক্যাম্পের আইসি এম. ইমরান হোসেন।
তিনি জানান, গত ৫ এপ্রিল শনিবার রাত সোয়া আটটার দিকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য মডেল থানাধীন আটিবাজার চৌরাস্তায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পুরাতন পাঁচদোনা মোশারফ হোসেন এর একতলা বিল্ডিংয়ে মিনারর ভাড়াকৃত বাসায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করার জন্য কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল সহ অবস্থান করিতেছে। এমন সংবাদের প্রেক্ষিতে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইলে তিনজন  ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পারিয়া পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুইজন ব্যক্তিকে হাতেনাতে আটক করি। এসময় অপর একজন কৌশলে পালাইয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ২৬ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১১ হাজার টাকা।

জব্দ মোবাইল ফোনগুলোর মধ্যে সেগুলো লক খোলা ছিল সেগুলোর আইএমইআই নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়েছে। i) একটি benco.S1 মডেলের মোবাইল, যাহার imei (1) 866109060948645, (2) 866109060948652, মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, (ii) Xiaomi MI 11 Lite মডেলের একটি টার্চ মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান, (iii) একটি Tecno Spark 7 Pro মোবাইল, যাহার imei (1) 358071820944121, (2) 358071820944139, মুল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, (iv) Samsung ব্র্যান্ডের নীল রংয়ের A21S মডেলের একটি মোবাইল, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা, কালো রংয়ের A51 মডেলের মোবাইল, মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, (v) Itel ব্রান্ডের একটি বাটন মোবাইল, এবং Vision 1+ মডেলের টার্চ মোবাইল, মোট মুল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, (vi) Huawei ব্রান্ডের কালো রংয়ের Nova 7 এবং নীল রংয়ের Y9 মডেলের মোবাইল, মোট মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, (vii) Redmi ব্রান্ডের 10C, A2+, 9C (Blue) এবং 9 Prime মডেলের সর্বমোট ০৪ (চার) টি মোবাইল, মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, (viii) Realme ব্রান্ডের হালকা পেস্ট রংয়ের C21Y মডেলের মোবাইল, কালো রংয়ের Realme C1 মোবাইল এবং কালো রংয়ের Realme 8 মডেলের মোবাইল, তিনটি মোবাইলের মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা (ix) চারটি বিভিন্ন রংয়ের Vivo Y21, Y11, S1, Y15-S মডেলের মোবাইল, মোট মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, (x) Oppo A15 মডেলের তিনটি মোবাইল যাহার একটির imei (1) 863259053996276, (2) 863259053996268 অপর দুইটির imei মোবাইল লক থাকায় সংগ্রহ করা সম্ভব হয় নাই, তিনটি মোবাইলের মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, Oppo ব্রান্ডের A17K মডেলের মোবাইল, যাহার imei (1) 861629062721703, (2) 861629062721783, মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, Oppo A57 এবং A5S দুইটি মোবাইল, মূল্য অনুমান ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা বাহির করিয়া দেয়। উল্লেখিত মোবাইল গুলোর মালিকানা সংক্রান্তে কাগজপত্র ও মোবাইল এর বক্স দেখাইতে বলিলে সে কোন কাগজপত্র বা মোবাইল এর বক্স দেখাইতে পারে নাই।

এসআই ইমরান আরো জানান, তারা একই পরিবারের একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। আটককৃতরা চোরাই মোবাইল ফোন বিক্রয় করার জন্য নিজ হেফাজতে রাখিয়া ধারা ৪১৩ পেনাল কোড এর অপরাধ করিয়াছে। তারা কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে কৌশলে মোবাইল চুরি করে সেগুলো বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews