ডেস্ক নিউজঃ ফেনীর মুহুরীগঞ্জে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের ধাক্কায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম থানার মনোহরপুর এলাকার মো. আশিক, মো. আবুল খায়ের (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার কাওয়ারচর এলাকার মিজান (৩২), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রিফাত (১৬), একই থানার সাজ্জাদ (১৬) ও চৌদ্দগ্রাম থানার সাততলা এলাকার দ্বিন মোহাম্মদ। তাদের মধ্যে একজন ট্রাকের চালক। এছাড়া নিহত অন্যরা ছিলেন ট্রেনের যাত্রী। তারা ট্রেনের ইঞ্জিনের সামনে ভ্রমণ করছিলেন।
পুলিশ জানিয়েছে, ফেনীর মুহুরীগঞ্জ রেললাইনের লেভেল ক্রসিংয়ে গেইটম্যান না থাকায় একটি বালুভর্তি ট্রাক রেললাইনে উঠে যায়। পরে ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি রেল ক্রসিং অতিক্রমকালে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এরপর বিকেলে আরও ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল ইসলাম পলাতক রয়েছে।
জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীর মুহুরীগঞ্জে রেললাইন অতিক্রম করার সময় বালুবাহী ওই ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেনটি। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করা হবে। কারও গাফলতি থাকলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, মুহুরীগঞ্জের দুর্ঘটনায় কারও গাফলতি আছে কিনা, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply