1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা জেলায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না: পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। ঈদুল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। পুলিশ সুপার আরও বলেন যদি পুলিশের কোন সদস্য চাঁদাবাজি বা অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাকেও ছাড় দেয়া হবে না।

২ এপ্রিল মঙ্গলবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর গুদারাঘাট এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি স্বাধীন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মতবিনিময় সভায় সাধারণ ব্যবসায়ীরা রাস্তায় মালামাল পরিবহনে প্রতিবন্ধকতা ও খেয়া ঘাটে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের সাথে ইজারাদারদের খারাপ আচরণের বিষয়সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

ভিডিও দেখতে ক্লিক করুন: ঢাকা জেলায় সন্ত্রাসীদের জায়গা হবে না

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তার পক্ষ থেকে যতটুক সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি যে কোন ধরনের চাঁদাবাজির তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে আহ্বান জানান।

এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার বর্তমানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ কেরানীগঞ্জ বস্ত্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পরিচালকগণ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

টি/ ডে/ বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews