কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় যাত্রী বেশে অটো রিকশায় ওঠে পরবর্তীতে চালককে রুমাল দিয়ে অজ্ঞান করে অটো রিক্সা ছিনতাই চক্র অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় চক্রের সদস্যদের কাছ থেকে দশটি চোরাই অটো রিক্সা একটি চোরাই মোটরসাইকেল ও ছিনতাই কাজের ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রো জব্দ করা হয়।
রবিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান “গত ৯ মার্চ দুপুর বারোটার দিকে ফরাদ মিয়া নামে এক ব্যাক্তি অটো রিক্সা চালানোর জন্য কেরানীগঞ্জ দক্ষিণ থানার আব্দুল্লাহপুর বাজারে যায়, সেখান থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ফরহাদ মিয়ার অটো ভাড়া করে রাজেন্দ্রপুর র্যাব-১০এর পাশে ঢাকা মাওয়া হাইওয়ে আন্ডার পাশের সামনে পৌঁছলে তাদের আরও লোক আসবে বলে অটো থামাতে বলে। তারপর অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে অটো চালককের নাকের সামনে রুমালে ধরে রাখায় কিছুক্ষণের মধ্যে ফরহাদ জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ফরাতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। এ ঘটনায় অটোচালক ফরহাদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।
গত ১২মার্চ রাত সাড়ে আটটার দিকে ওই অজ্ঞান পার্টির সদস্যরা ইন্দ্রজিৎ চন্দ্র নামে এক অটো চালককে রাজেন্দ্রপুর থেকে আব্দুল্লাহপুর যাবে বলে ভাড়া করে কদমপুরে আর্ম পুলিশ ব্যাটালিয়ান পুলিশ লাইনের কাছে যাওয়ার পর অজ্ঞান পার্টির সদস্য অটোচালক ইন্দ্রজিৎ কে একইভাবে রুমাল ধরে তার অটোটি ছিনিয়ে নেয়।
এছাড়া ১৩ তারিখ রাত সাড়ে আটটার দিকে আশিকুর রহমান নামের এক অটো চালককে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞান পার্টির সদস্য আস্থা ভোট থেকে বসুন্ধরা যাওয়ার জন্য তার নিযুক্তি ভাড়া করে হাসনাবাদ থেকে বসুন্ধরা হোয়াইট হাউজ যাওয়ার পথে প্রতিবন্ধী স্কুলের সামনে পৌঁছলে অজ্ঞান পার্টির সদস্যরা গাড়ি থামাতে বলে এবং অটোচালককে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করে। এ সময় কৌশলে এক অজ্ঞান পার্টির সদস্য তার নাকের কাছে রুমাল ধরে রাখে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
পৃথক তিনটি ঘটনার পর মামলা হলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে এবং তাদের অবস্থান নির্ণয় করে। পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ তারা পুলিশের একটি চৌকস দল কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার , আশুলিয়া এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের অভিযান পরিচালনা করে।
এ সময় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ১৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: কবির ওরফে রিপন (৪০), জামাল (৩২), রুবেল (৩২), আলমগীর (৩৮), ইরফান (৪৬), মোকসেদ (৪৫), ইউনুস (৪৫), নেছার আলি (৪০), বোরহান (৪০), হাসান (৩৮), সাব্বির শেখ (২৬), আজিজুল (৪০), সুমন (২৪), লিটন (৪৮), সাদ্দাম (৩০), তোফাজ্জল ওরফে টপ্পা (৪৫) ও মোহন চন্দ্র (৩৬)।
গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঘটনায় তাদের লণ্ঠিত দশটি চোরাই অটো রিক্সা একটি চোরাই মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রো জব্দ করা হয়।”
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ওসি) শরজিত কুমার সহ পুলিশের কর্মকর্তারা।
Leave a Reply