কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ১৩৭ হজযাত্রীর হজের ৬ কোটি টাকা আত্মসাৎকারী হজ এজেন্সির মালিক মাওলানা ফয়জুর রহমানকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি দুবাই থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
হজ এজেন্সি মালিক মাওলানা ফয়জুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাটুলী এলাকায়। তিনি প্রতারণা করে হজের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান।
গত ২১ মার্চ (বৃহস্পতিবার) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সে গ্রেপ্তার হন। রাতেই কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিমানবন্দরে গিয়ে ফয়জুর রহমানকে থানায় নিয়ে আসেন।
খালেদুর রহমান জানান, পাসপোর্ট তল্লাশি করে জানা যায়, প্রথমে সে বাহরাইন যায়। সেখান থেকে সৌদি আরব হয়ে দুবাই যায়। দুবাই থেকে সে বাংলাদেশে আসে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সে দুবাই থেকে এমিরেটস এয়ারের একটি বিমানে ঢাকায় পৌছানোর পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের থানায় খবর দেয়। পরে আমরা সেখান থেকে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। শুক্রবার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তিনি হজ যাত্রীদের টাকা আত্মসাৎ এর বিষয়টি স্বীকার করেছেন।
Leave a Reply