1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

“সরলতার প্রতিমা” খ্যাত গানের শিল্পী খালিদ মারা গেছেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গ্রিন রোডের কমফোর্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন খালিদ ভাই। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান তিনি। তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’- এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ ভাই।

বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কীভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

কণ্ঠশিল্পী খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতে গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।
খালিদের মৃত্যুতে এক ভক্ত তার ফেসবুক পোস্টে লিখেন,  “আমি খালিদ ভাইয়ের সাথে তার প্রিয় মাদারীপুর ও তার নিজের বাড়ি গোপালগঞ্জে প্রোগ্রামে গিয়েছি৷ ভুলতে পারবো না এই গুণী ভাইটাকে! আমেরিকা গিয়েও থাকে নি! অর্থ সম্পদ বাড়ি গাড়ির ওপর তার কোন আগ্রই ছিলো না।
খালিদ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
মহান আল্লাহ পরোপকারী খালিদ ভাইকে পবিত্র রমজানের উসিলায় জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews