কেরানীগঞ্জ (ঢাকা): আগামী এক মাসের মধ্যেই পানগাঁও কন্টেইনার টার্মিনালের হ্যান্ডেলিং ও ট্যারিফসহ সকল সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
শনিবার (১৬ মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবস্থিত পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন ও বন্দর কতৃর্পক্ষের সাথে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় তিনি বলেন ‘গত সেপ্টেম্বর মাস থেকে কি কারনে পানগাঁও বন্দরে কোন কন্টেইনার জাহাজ আসছে না সেটা অনুসন্ধান সহ সড়কের অবস্থা, নদীর নাব্যতা নিরসন, ট্যারিফ নির্ধারণ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর একটি বিশেষ প্রকল্প। সড়ক পথের উপর থেকে চাপ কমিয়ে নদী পথে কম খরচে আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করতে এই বন্দরটি তৈরি করা হয়েছে। তাই এই প্রকল্পকে লাভজনক করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় তার সাথে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ নুর আলম চৌধুরী এমপি, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: ট্যারিফ জটিলতা নিয়ে বেশ কয়েক মাস ধরেই সিএন্ডএফ এজেন্টদের সাথে বন্দর কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল।
Leave a Reply