1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

বিপুল পরিমান টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল সরঞ্জামসহ এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শহরের দশানী এলাকায় আ. গফুর প্লাজায় এই অভিযান পরিচালনা করে।

এ সময় জেলার কচুয়া উপজেলার বারোদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে ফয়সাল ইউনুস (৩৫) কে আটক করে। তাৎক্ষনিকভাবে আটক ফয়সালের দেখানো মতে নিজ ঘরের কক্ষ থেকে এক হাজার নোটের ১৫ বান্ডিল, ৫০০ টাকার ২টি ও ২০০ টাকার ১টিসহ আনুমানিক ১৬ লাখ জাল টাকার নোট জব্দ করা হয়। এ সময় তল্লাশি করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ফয়সাল ৪ মাস ওই ভাড়া বাসায় থেকে ঈদকে সামনে রেখে এই জাল টাকা তৈরি করে আসছে বলে পুলিশের গোয়েন্দা কর্মকর্তা স্বপন কুমার রায় জানান।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews