কেরানীগঞ্জ (ঢাকা): দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে মডেল থানার কলাতিয়া বাজারের বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে বাজারের বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখেন। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পরিলক্ষিত হলে তাদেরকে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত, কলাতিয়া ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সম্পা বেগম ও মডেল থানা পুলিশের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। কেউ যেন নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে না পারে সেজন্য আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply