ক্রীড়া ডেস্ক: দারুন জয়ে সবার আগে ফাইনালে বাংলাদেশ। ভারতকে ৩-১ গোলে হারিয়েছে লাল সবুজের কিশোরীরা। অপেক্ষাকৃত দূর্বল ভুটানের বিপক্ষে রাউন্ড রবিনের শেষ ম্যাচটা তাই আনুষ্ঠানিকতার।
ক্রিকেটের মত নারী ফুটবলেও প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি রোমাঞ্চ, উত্তেজনা। ঢাকায় অনূর্ধ্ব ১৯ নারী সাফের ফাইনালের রেশ আছড়ে পড়লো কাঠমান্ডুতে। ঢাকার মত সেখানেও লিগ পর্বের ম্যাচে শেষ হাসি বাংলাদেশের।
মঙ্গলবার (৫ মার্চ) আনফা কমপ্লেক্সে নয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ, আলাপী আক্তারের গোলে। তবে এই গোলে যতটা না অবদান এ কিশোরীর তারচেয়ে ঢের ভুল ভারত গোলরক্ষক সূর্যমুনী কুমারীর।
তবে এরপরই ছন্নছাড়া সাইফুল বারী শীষ্যরা। একের পর এক আক্রমণে দিশহারা ছিল বাংলাদেশের রক্ষণ। তবুও প্রথমার্ধে গোলবঞ্চিত ভারত।
বিরতি থেকে ফিরে আধিপত্য ধরে রাখে ভারতীয়রা। সভেতা রানীর শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে এর তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় ভারত। এক্ষেত্রে স্কোরার আনুষ্কা।
গোল কনসিড করেও নিজেদের হারিয়ে খুঁজে ফেরে কিশোরীরা। বাধার দেয়াল ছিলেন শুধু গোলরক্ষক ইয়ারজান বেগম। আলিনা, আনুশকাদের একাধিক শট ফেরান ইয়ারজান।
স্রোতের বিপরীতে উল্টো এগিয়ে যায় বাংলাদেশ। সুরভী আক্তারের অনেকটা একক নৈপুণ্যের গোলে। দু’ডিফেন্ডারকে পেছনে ফেলে স্কোরশিটে নাম তোলেন সুরভী। যার জোড়া গোলে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।
এগিয়ে যাওয়ার পর খোলস ছেড়ে বেরোয় লাল সবুজের প্রতিনিধিরা। ভারতকে চেপে ধরে, অন্তিম সময়ে আরো এক গোল আদায় করে নেয়। এবার গোলদাতা অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
ভুটানের বিপক্ষে তাই তো শুক্রবারের ম্যাচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন কোচ সাইফুল বারী।
উল্লেখ্য, এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চারটি দল অংশগ্রহণ করছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। নেপাল ও ভারতের সমান পয়েন্ট তিন। ভূটান দুই হারে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই নিজেদের শেষ ম্যাচটি নেপাল ও ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। এ ম্যাচের জয়ী দল আগামী রোববার (১০ মার্চ) ফাইনাল খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর ড্র হলে হবে অন্য হিসাব নিকাশ।
Leave a Reply