বিনোদন ডেস্ক নিউজ: নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আরণ্যক নাট্যদলের এই প্রতিষ্ঠাতা। জীবনের ৭৬ বসন্ত পূর্ণ করলেন তিনি। আর বিশেষ এই দিনটি উদযাপনের জন্য সুযোগ পেলেন মাত্র ঊনিশবার।
অভিনেতা মামুনুর রশিদের জন্মদিনে বরাবরই আয়োজনের কমতি থাকে না। জীবনের এতটা সময় অতিবাহিত করলেও এবার তার ঊনিশতম জন্মদিন উদযাপন। জন্মদিন ২৯ ফেব্রুয়ারি হওয়ায় প্রতিবছর দিনটি উদযাপনের সুযোগ আসে না। লিপইয়ার চার বছর পর পর আসে। এ কারণে জন্মদিন উদযাপনেরও সুযোগ কম পেয়ে থাকেন অভিনেতা।
এদিক থেকে ১৯তম জন্মদিন হিসেবে এখনো নিজেকে তারুণ্য মনে করেন অভিনেতা মামুনুর রশিদ। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, বয়স কম থাকলে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। বয়স বাড়লে সেটি হয় না। কারণ কখনো কখনো ক্লান্তি চলে আসে। আমি এমন প্লাটফর্মে কাজ করছি, যার কোনো অবসর নেই।
তিনি বলেন, আমি আমার ক্ষেত্রে এটা ধরেই নিয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি কাজ করে যাব। এতে যেটা হয়েছে, তারুণের যে শক্তি, সেটা কেমন করে যেন অবলীলায় পেয়ে যাই আমি।
এ অভিনেতা ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতির পাইকপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা চাকরিজীবী হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় থেকেছেন। এ জন্য পৃথক জায়গা থেকে পড়ালেখা করেছেন। তবে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেন মামুনুর রশিদ।
ক্যারিয়ারে অভিনেতা হিসেবে পরিচিত হলেও পথচলা শুরু হয়েছিল লেখালেখির মাধ্যমে। মাত্র ১৯ বছর বয়সেই পূর্ব পাকিস্তান টেলিভিশনের জন্য নাটক লেখেন তিনি। সেই লেখায় গ্রামীণ জীবনের পটভূমি, পরিবার, সামাজিক ইস্যু ও বঞ্চিতদের নানা বিষয় উঠে আসে।
মামুনুর রশিদ নাট্যাঙ্গনে যোগ দেয়ার মাত্র চার বছরের মাথায় মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন রণাঙ্গনে ছুটে যান। স্বাধীনচেতা ও শিল্পমনা এ মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে কাজ করেন। আর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে নাট্যদল ‘আরণ্যক’ গড়ে তোলেন। এখন এ দল নিয়েই কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।
Leave a Reply