1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে কিশোর গ্যাং গ্রুপের ৫০ সদস্য গ্রেপ্তার 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ(ঢাকা) : রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে টপবাজ গ্রুপ গ্যাংস্টার প্যারাডাইস, হ্যাচকা টান, দে – দৌড়, বয়েজ হাইভোল্টেজ ও বুস্টার গ্রুপ সহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের পঞ্চাশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের সদর দপ্তরে র‍্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহম্মদ ফরিদ উদ্দিন  সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান,  গতকাল মঙ্গলবার তাদের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে টপবাজ গ্রুপের রাব্বি, গ্যাং স্টার প্যারাডাইস গ্রুপের- ইউসুফ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপের- সাইফুল, দে-দৌড় গ্রুপের- মাইদুল, হ্যাচকা টান গ্রুপের- শাহাদাৎ ও বুস্টার গ্রুপসহ  বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৫০ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল:  মোঃ শাহাদাত হোসেন (৪৪),  মোঃ রাজিব হাওলাদার (২৭),  শাওন দাস (২১),  মোঃ আশরাফুল (১৯),  মোঃ ইভান (২১), মোঃ তাইজুল ইসলাম (২১), মোঃ আলম হোসেন (১৯), মোঃ সুজাল হোসাইন রিমন (১৯),  মোঃ রতন (৩৬),  মোঃ জুয়েল (২৮), মোঃ রায়হান খাঁন (২২),  অদিত খান লিমন (২৪), মোঃ সাইফুল ইসলাম (২৭),  গোলাম রাব্বি (২৫), মাইদুল ইসলাম (২২),  মোঃ ইমরান মোল্লা (২৩), মোঃ নাঈম (১৯),  মোঃ হাসান (২১), মোঃ শাহজাহান (৪২),  মোঃ আল আমিন (৩৬),  মোঃ সিরাজুল ইসলাম (২৮),  মোঃ মহসিন (৩০),  মোঃ রাজা (২৮),  খলিলুর রহমান মিলন (২৫),  আবু বক্কর সিদ্দিক (২৮),  মৃদুল (২২),  মোঃ ইউসুফ (২৮),  মোঃ রাশেদুল হাসান সাঞ্জু (২৩),   মোঃ ইব্রাহীম (২৮),  মোঃ হাবিব আহম্মেদ হিরা (১৯),  মোঃ সজিব (১৯), মোঃ আবির হোসেন (১৭),  মোঃ শাকিব সিকদার (২৫),  মোঃ হৃদয় (২২),  মোঃ শান্ত (২১),  সাব্বির হোসেন সিয়াম (১৮), মোঃ শাহিন (১৮), মোঃ ইমরান হোসেন রিফাত (১৮), সজীব (২১),  মোঃ ফেরদৌস (২১),  রাসেল (৪০),  মোঃ আরজু (৪২),  মোঃ শাকিল (১৯),  মোঃ সাগর (৩৫),  মোঃ আলামিন (৩৪),  মোঃ বিল্লাল হোসেন (২৬), মোঃ রুমান মিয়া (২৪),  মোঃ রাসেল সর্দার (২৫),  মোঃ বিপ্লব হোসেন (২৬) ও  মোঃ আসিফ (১৯)।

র‍্যাব-১০ এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রাজধানীর যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যা চেষ্টা এবং পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

 এসময় তাদের কাছ থেকে  চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র  ১১ টি লাঠি , ১৭ টি চাকু, ১ সুইচ গিয়ার, ১টি ছুরি, ৫টি ছোঁড়া,১টি চাপাটি, ১ টি চাইনিজ কুড়াল, ১টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি মাদক অস্ত্র ধর্ষণ ও হত্যা চেষ্টা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে স্বীকার করেছে।

 গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews