কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আলো আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।গৃহবধূ আলো আক্তার কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী মিলন মিয়া সৌদি প্রবাসী, তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল দশটায় দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের নগরবাঘৈর এলাকার নাসির মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত আলো আক্তারের পিতা আনোয়ার হোসেন জানান আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
মৃতের শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজন জানায়, প্রবাসী স্বামীর সাথে প্রায়ই আলো আক্তারের মোবাইল ফোনে প্রায়ই ঝগড়া হয়। গতকাল রাতে ঝগড়া হলে ছোট্ট মেয়েটিকে আলো আক্তার তার ঘর থেকে নিয়ে দাদা-দাদির ঘরে দিয়ে আসে। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ দেখে আলো আক্তারের শশুর নাসির মিয়া জানালার গ্লাস দিয়ে দেখে পুত্রবধূ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আল নূর তারেক জানান, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যুর ঘটনাটি ঘটেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট
Leave a Reply