1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বুড়িগঙ্গা প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯সদস্যকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে: মোঃ মনির ওরফে কাটার মনির (২৮), মোঃ মাসুদ (২৭),শামসুদ্দিন (৫৬), মোঃ আলীফ (২৫), মোঃ জহিরুল (২৬), মোহাম্মদ রোকন (২২), মোঃ সাব্বির (২০), মোহাম্মদ জাহিদ (২৭) ও মোঃ শরীফ (২৫)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মজিদ বেয়ারা এলাকায় গত ২১ জানুয়ারি রাত সাড়ে তিনটার সময় বোরহান উদ্দিন ভূঁইয়া তাঁর ডুপ্লেক্স বাড়িতে নিচতলার জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৫/৬ জন দেশীয় অস্ত্রধারী ডাকাত বোরহান উদ্দিন ও তার স্ত্রী আমিনা আক্তারের ২য় তলার রুমের দরজার লক ও সিটকিনা ভেঙ্গে রুমে ঢুকে ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং গামছা ও ওড়না দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে।

তারপর ডাকাতরা রুমের ভিতরে ওয়ারড্রপে থাকা নগদ ৮৫হাজার টাকা হাতিয়ে নেয়। পরে বোরহান উদ্দিনের ২ ছেলের গলায় ধারালো ছেনদা ধরে কাঠের ওয়ারড্রপে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া স্বর্ণের হাতের রুলি ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় বোরহান উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ৩১ জানুয়ারি এটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড (দক্ষিণ) আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে একটি চৌকস পুলিশের অভিযানীর দল ডাকাতির ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়।

পরে পুলিশের একটি দলটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান মনির ওরফে কাটার মনির, মাসুদ সামসুদ্দিন, আলিফ, জহিরুল, রোকন ও সাব্বিরদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে জাহিদ ও শরীফকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে । তারা ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে নিরিবিলি এলাকায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি গুলো টার্গেট করে তারা বাড়ির গ্রিল কেটে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল দলটির সদস্যরা। গ্রেপ্তারকৃতদের ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত নগদ ১৯হাজার টাকা উদ্ধার করা হয়। গ্ৰেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews