ডেস্ক নিউজ: ২০২২ সালে প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে আন্তর্জাতিক অভিবাসনের হার ৩ দশমিক শূন্য এবং বহির্গমনের হার ৬ দশমিক ৬০। বৈশ্বিক স্থানান্তর সবচেয়ে বেশি হয়েছে সৌদি আরবে প্রতি হাজারের বিপরীতে ১ দশমিক ৪০ এবং বহির্গমনের হার ৩ দশমিক ২০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব তথ্য প্রকাশ করেছে।
বিবিএস বলছে, আন্তর্জাতিক অবস্থানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। যেখানে অভিবাসনের প্রতি হাজারে হার শূন্য দশমিক ৫০ এবং বহির্গমনের হার ১ দশমিক ১০। এরপর আছে মালয়েশিয়া। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশ থেকে বিদেশ গিয়েছেন প্রতি হাজার জনসংখ্যায় ৬ দশমিক ৬ জন। ২০২১ সালে যা ছিল ৩ দশমিক শূন্য জন।
একইসঙ্গে অভিবাসনের কারণও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যেখানে বলা হয়, দেশের বিপুল সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমান। কর্মসংস্থানের উদ্দেশ্যে যে হার ৭১ দশমিক ৯০। এছাড়া ১০ দশমিক ৯৫ শতাংশ মানুষ বিদেশে যান কাজ খোঁজার জন্য। শিক্ষা অর্জনে যান ১ দশমিক ৯০ শতাংশ।
Leave a Reply