1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ডাকাতি প্রস্তুতিকালে আটক ৭ ডাকাত সদস্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব -১০।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব -১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন (৪৫),  মোঃ মাহমুদুল হাসান (৩১),  মোঃ হিরা রহমান বিজয় (২০), মোঃ খোকন মাল (৩৩), মোঃ জুয়েল (২৭),  মোঃ সাগর (২৬) ও মোঃ ফয়সাল আহম্মেদ রাসেল (২৫)।

তাদের গ্ৰামের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে।

 এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ৩টি ছোড়া, ১টি ডেগার, ১টি লোহার রড, ১টি প্লাস্টিকের পাইপ, ১টি কাঠের লাঠি, ২টি রশি ও ২টি গামছা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে জানা যায়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews