ডেস্ক নিউজ: কুষ্টিয়ায় দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে প্রায় ২০ টাকা। ৬০-৬৫ টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এ অবস্থায় পেঁয়াজের দাম আকাশচুম্বী না হলেও শিগগিরই কমার সুযোগ নেই বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের পৌরবাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে দাঁড়িয়েছে। মাছ-মাংস ও ডিমের পর পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি আরও চাপ বাড়িয়েছে ক্রেতাদের।
পাইকারি বিক্রেতা শাহিন বলেন, মূলকাটি পেঁয়াজের আমদানি কমে গেছে। এতে বাজারে প্রভাব পড়ছে। তাছাড়া এ বছর মূলকাটি পেঁয়াজের ফলনও কম হয়েছে। এই পেঁয়াজ বিঘাতে ৮০ থেকে ১০০ মণ উৎপাদন হয়। এবার বিঘাতে ৪০-৫০ মণ করে হয়েছে।
এ সময় বাজারে আসা ক্রেতা আব্দুল বলেন, কয়েকদিন আগেও যে পেঁয়াজ কিনলাম ৬২ টাকায়, সেই পেঁয়াজই এখন কিনতে হচ্ছে ৮০ টাকায়। বাজার মনিটরিং না থাকায় এভাবে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে শুধু ব্যবসায়ীরা নয়, এতে কৃষকরাও দায়ী। বাজার কমতির দিকে গেলেই তারা পেঁয়াজ উত্তোলন বন্ধ রাখছেন। আবার দাম বাড়লে তখন আমদানি বাড়াচ্ছেন। কৃষকদের দুষ্টুমি এবার দাম বৃদ্ধির অন্যতম কারণ।
Leave a Reply