কেরানীগঞ্জ( ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে র্যাব ১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন । বিজ্ঞপ্তিতে তিনি জানান মঙ্গলবার রাত ২ টায় ঢাকা মাওয়া মহা সড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও জেলা মৎস্য অধিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সেলিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দক্ষিণ বঙ্গ (বরিশাল) থেকে আসা ট্রাকে করে ট্রামে ও পলিথিন দিয়ে বরফজাত করা অবস্থায় জাটকা ইলিশ বহন করে নিয়ে আসছিল। এসময় সংরক্ষন ও বিক্রয় করার জন্য নিয়ে আসার অপরাধে ৪ মাছ ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় আসাদ বেপারি (২০),নান্নু চৌকিদার (২২), সাগর হোসেন (২০) ও আলী হোসেন (২৪) নামে চার ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে সেগুলো বিনামূল্যে মাদ্রাসায় এতিম ছাত্রদের দান করেন।
Leave a Reply