1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

দুই বছরের মধ্যে গ্যাসের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন হবে : নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : আগামী দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ ধরে রাখা সরকারের একটা চ্যালেঞ্জ। ভোলার গ্যাস ইতিমধ্যেই সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। ২০২৬—২৭ সালের মধ্যেই গ্যাসের ক্ষেত্রে অভূতপূর্ব একটা পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা—৩ থেকে নবনির্বাচিত আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নসরুল হামিদ ।

সোমবার (৮জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায় নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, “সরকারের উন্নয়ন দেখে জনগণ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনেছে। এখন সরকারের প্রথম কাজ হলো সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ করা। বর্তমান সরকারের আরো একটি বড় চ্যালেঞ্জ সোলারের ব্যাপ্তি ঘটানো। প্রায় ১২ হাজার মেগাওয়াট সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করার বড় একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।”

তিনি আরও বলেন, ‘এই বছরের সেচ মৌসুম ও গ্রীষ্মকালে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি এই বছর অন্যান্য বছরের তুলনায় গ্রীষ্মকালে গ্রাহকদের ভালো সেবা দিতে পারব। ভোলাতে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সেখানে ৪৭ টি কূপ খনন করা হয়েছে আরও ১০০ টি কূপ খনন করার পরিকল্পনা সরকারের হাতে রয়েছে ‌।’

সর্বশেষে তিনি বিপুল ভোটে পুনরায় তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় কেরানীগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews