বরিশাল ব্যুরো: বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত। তারা সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপি ও তাদের দোসর নির্বাচন বানচাল করতে চায়।’
আজ শুক্রবার বিকেল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। দুপুর ১টায় এ জনসভায় শুরু হয়।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে।’
শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ এমনকি জাতির পিতার ছবিও নিষিদ্ধ করেছিল।’
বরিশালবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শস্যভাণ্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই। বরিশালে মেডিকেল খুলে দিয়েছি, এ ছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’
আজ দুপুর ১টার দিকে বরিশালে পৌঁছে সার্কিট হাউসে যান শেখ হাসিনা। সেখান থেকে বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় যোগ দেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও জনসভায় যোগ দেন। জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ।
Leave a Reply