কেরানীগঞ্জ (ঢাকা) : ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: হাবিবুর রহমান সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন নবাবচর এলাকায় নিজ বাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সংশয়ের কথা জানান। ডা: হাবিবুর রহমান কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ও কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন টানা ৩ বারের এমপি এড: কামরুল ইসলাম। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ডা: হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি ট্রাক প্রতীক পান।
সভায় হাবিবুর রহমান বলেন, আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে, নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে। আমার এক সমর্থককে মেরে হাসপাতালে পাঠিয়েছে। যাদের পোলিং এজেন্ট করা হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনায় আমি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোন প্রতিকার পাইনি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের কথা বলেছেন। তার কথা অন্তর দিয়ে বিশ্বাস করি। কিন্তু নৌকার স্থানীয় নেতাকর্মীরা ঢাকা-২ আসনে যে আচরন করছে, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সঙ্কিত। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেই পরিবেশটা যেন থাকে।
ঢাকা-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগের কামরুল ইসলাম (নৌকা প্রতীক), জাতীয় পার্টির শাকিল আহমেদ (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ডা: হাবিবুর রহমান (ট্রাক প্রতীক) ও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো: আশরাফ আলী জিহাদি (মিনার প্রতীক)।
Leave a Reply