নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির সন্ত্রাস এবং নৈরাজ্যের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ।
বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহপুরে একটি স্কুলের মাঠে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক সন্ত্রাসকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না মন্তব্য করে নসরুল হামিদ বলেন: আওয়ামী লীগ কখনও রাজনৈতিকভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। আমরা যখন থেকে এই কেরানীগঞ্জ এলাকায় রাজনীতি শুরু করেছি, আওয়ামী লীগ থেকে এই এলাকায় সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়নি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই এলাকায় এমন কোন অলিগলি ছিলো না, যেখানে সন্ত্রাসের রাজত্ব ছিলো না।
কেরানীগঞ্জের ‘অন্ধকার সময়’ মনে করে নৌকার এ প্রার্থী বলেন: মানুষ সন্ধ্যারপর বাসা থেকে বের হতে পারতো না। কারণ, সন্ত্রাস-চাঁদাবাজি ছিলো এই এলাকার নৈমিত্তিক ঘটনা। এই অঞ্চলে উন্নয়ন বলে কিছু ছিলো না। ঢাকার খুব কাছে হওয়ার পরও এ অঞ্চল এতোটাই অবহেলিত ছিলো যে, মানুষ ‘বাতির নিচে অন্ধকার’ বলে কেরানীগঞ্জকে অভিহিত করতো।
‘অন্ধকার সময়’ উত্তরণের গল্পও ওঠে আসে ঢাকা-৩ এর এ নৌকার কান্ডারির কণ্ঠে। বলেন: কেরানীগঞ্জের অন্ধকারের সেই অবস্থার উত্তরণ আমরা করেছি। মানুষের মনে এখন এটা প্রতিষ্ঠিত যে- কেরানীগঞ্জ এখন আর সন্ত্রাসের জনপদ না।
কেরানীগঞ্জ এখন বসবাস উপযোগী ভালো উপ-শহর। এখানে উন্নয়ন হয়েছে, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেমন হয়েছে, ঠিক তেমনই মানুষের নিরাপত্তা আছে। ২৪ ঘন্টা এখন বিদ্যুৎ থাকে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। দিনে দিনে এই সুযোগ-সুবিধা গুলো আরও বাড়ছে।
এসময় বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ডাক দিয়ে নসরুল হামিদ বলেন: যদি উন্নয়ন চান, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যকে প্রতিহত করতে চান; তাহলে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে কেরানীগঞ্জে আরও উন্নয়ন হবে।
এসময় ৭ জানুয়ারি সকাল-সকাল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানোর পাশাপাশি ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মন্তব্য করেন তিনি।
তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহর চাঁন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ আওয়ামীলীগ নেতাকর্মীরা।
Leave a Reply