1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : নানা আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন 

“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানে শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। স্কাউট,গার্লস গাইড ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্্যালি শেষে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, কমিটির সদস্য ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। পরে একই সভাকক্ষে “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ”প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে উপজেলার পাঁচজন মহীয়সী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের সভাপতিত্বে এ সময় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছা: আলেয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিরোজা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে নার্গিস আলম,নির্যাতনের বিভীষিকা থেকে নতুন উদ্যমে জীবন শুরু করা মোরশেদা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগমের হাতে জয়িতা পুরস্কার ২০২৩ সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

উল্লেখ্য ২০১৭ সালে মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদনের পর থেকে প্রতিবছর এই দিনে সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews