জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জানা যায়, ভোরে মুন্সিগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এগুলো ছিল ভাড়া বাসা। তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না। বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।
প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি স্থানীয়দের। তবে কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
Leave a Reply