বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে একটি গাভির ছয় পায়ের বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি একনজর দেখতে উৎসুক জনতা গাভির মালিকের বাড়িতে ভিড় করছে।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের গাভি বাছুরটির জন্ম দেয়। বর্তমানে বাছুরটি সুস্থ আছে।
গাভিটির মালিক মাহামুদুল হক বলেন, ‘ছোট থেকে গাভিটিকে অনেক যত্ন করে লালন-পালন করেছি। শুক্রবার সকালে গাভিটি একটি ছয় পা বিশিষ্ট একটি বাছুর জন্ম দেয়। অতিরিক্ত পা দুটি পিঠের ওপরে। গাভিটির প্রথম বাচ্চা এটি। বর্তমানে বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। বাছুরটি দেখতে বাড়িতে অনেক মানুষ ভীড় করছেন।’
বাছুরটি দেখতে আসা মিজানুর রহমান বলেন, ‘লোকমুখে জানতে পারি নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটি বাছুর জন্মেছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো। আল্লাহর লিলা বুঝা বড় দায়।’
প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, ‘মাহামুদুল ভাইয়ের একটি গাভি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। বর্তমানে বাছুরটি সুস্থ আছে।’
Leave a Reply