1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

ঢাকায় মনোনয়ন পেলেন যারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নামও ঘোষণা করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকার কাণ্ডারিদের নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। তবে এবার ঢাকার ২০টি আসনের মধ্যে ৯টিতে নতুন মুখ এনেছে দলটি।

ঢাকা-১ সালমান ফজলুর রহমান
ঢাকা-২ মো. কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-৪ সানজিদা খানম
ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না
ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন
ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম
ঢাকা-৮ আ. ফ.ম. বাহাউদ্দিন নাছিম
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন
ঢাকা-১২ আসাদুজ্জামান খান
ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খান
ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ
ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত
ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান
ঢাকা-১৯ ডা. মো. এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমদ।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন জাতীয় নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মোট তিন হাজার ৩৬২ জন। প্রতি আসনে গড়ে ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ইসিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews