1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রান গেল ইজিবাইক চালকের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের প্রো একটিভ মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ ঘাতক চালক এবং বাসটিকে আটক করেছে।

হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ পরিদর্শক মোঃ শরফুদ্দিন আমাদের সময়কে জানান, স্থানীয়ভাবে চলাচলকৃত হিমালয় পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব – ১১-৭৬১৪) প্রো একটিভ মেডিকেলের সামনে থাকা একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইজি বাইকটি থেকে চালক রাস্তার ডান দিকে পড়ে যায়। তখন বাসের চাকা ইজিবাইক চালকের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে হাইওয়ে পুলিশ বাসসহ ঘাতক চালককে আটক করে। তবে তাৎক্ষণিক ভাবে আমরা নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারি নাই। আটক চালকের পরিচয়টিও নিশ্চিত হতে পারিনি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক চালক ও বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews