1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জামায়াতের ৭ নেতা কর্মী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মিছিলে ধাওয়া দিয়ে ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। পরে সম্প্রতি করা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম (৪২), একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন (৫২), কৈরাব এলাকার মো. রুবেল (৩৫), হাটাবো এলাকার ইমরান হোসেন (৩৬), গোলাকান্দাইলের ইউসুফ গাজী (৩৭), দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু (৫২), আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মিছিল করেন তারা। খবর পেয়ে ওই মিছিলে ধাওয়া দিয়ে সাত জনকে আটক করে পুলিশ।

ওসি নূরে আযম জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তারা প্রত্যেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিদের সম্প্রতি ফতুল্লা থানায় করা নাশকতার অভিযোগে করা এক মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews