1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকে আগুন,আটক ৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

প্রতিনিধি নারায়ণগঞ্জ: বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে আগুন দেওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথার এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস) একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়৷

এদিকে ঘটনাস্থলে পৌঁঁছে ধাওয়া দিয়ে ছাত্রদলের চার সাবেক নেতাকে আটক করেছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
এ পুলিশ কর্মকর্তা জানান, বিএনপির কয়েকজন নেতা এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে গুলি ছোড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যানবাহন দু’টিতে আগুন নেভায়।
“দুটি ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে৷ তারা নিজেদের ছাত্রদলের নেতা বলে পরিচয় দেন৷ এদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আটকের পর পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।”
পুলিশের একটি সূত্র জানায়, আটক চারজন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের অনুসারী। তবে পুলিশ আটকদের নাম প্রকাশ করেনি৷

এদিকে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়ক-মহাসড়কেও র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ছাইলাউ মারমা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews